Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
E Byatha Ki Je Byatha Lyrics | এ ব্যাথা কি যে ব্যাথা | Hemanta Mukherjee Lyrics - Hemanta Mukherjee

Collection Hemanta Mukherjee

E Byatha Ki Je Byatha Lyrics | এ ব্যাথা কি যে ব্যাথা | Hemanta Mukherjee Lyrics

 LyricsForest   602


E Byatha Ki Je Byatha Lyrics | এ ব্যাথা কি যে ব্যাথা | Hemanta Mukherjee lyrics (Primary language)

এ ব্যাথা কি যে ব্যাথা বোঝে কি আনজনে

এ ব্যাথা কি যে ব্যাথা বোঝে কি আনজনে

সজনী আমি বুঝি মরেছি মনে মনে,

একে তো ফাগুন মাস দারুন এ সময়

লেগেছে ভীষণ চোট কি জানি কি হয়। 

এ ব্যাথা কি যে ব্যাথা বোঝে কি আনজনে

এ ব্যাথা কি যে ব্যাথা বোঝে কি আনজনে

সজনী আমি বুঝি মরেছি মনে মনে,

একে তো ফাগুন মাস দারুন এ সময়। 

 

অঙ্গে চোট পেলে, সে ব্যাথা সারাবার

হাজার রকমের ঔষধি আছে তার,

অঙ্গে চোট পেলে, সে ব্যাথা সারাবার

হাজার রকমের ঔষধি আছে তার,

মরমে চোট পেলে সারেনা এ জীবনে

সজনী আমি বুঝি মরেছি মনে মনে,

একে তো ফাগুন মাস দারুন এ সময়

লেগেছে ভীষণ চোট কি জানি কি হয়। 

বাতাসে বাঁশি বাজে কেবলই ডাকে হায়

শিকলি কাটা মন লুকিয়ে যেতে চায়,

বাতাসে বাঁশি বাজে কেবলই ডাকে হায়

শিকলি কাটা মন লুকিয়ে যেতে চায়,

এ চোট পেয়ে রাধা মরেছে বৃন্দাবনে

সজনী আমি বুঝি মরেছি মনে মনে,

একে তো ফাগুন মাস দারুন এ সময়

লেগেছে ভীষণ চোট কি জানি কি হয়,

কি জানি কি হয়, কি জানি কি হয়।

E Byatha Ki Je Byatha Lyrics | এ ব্যাথা কি যে ব্যাথা | Hemanta Mukherjee lyrics in English